মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ স্ত্রীর মামলায় কারাগারে যুবলীগ নেতা সোহেল
রহমত ডেস্ক 08 November, 2022 08:21 PM
আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আইনজীবীর সহকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ নেতার বিরুদ্ধে।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা-১ এর আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রণব কান্তি ভৌমিক। তিনি বলেন, সোহেল মোল্লার স্ত্রী তাজনুর আক্তারের করা মামলার শুনানির দিন ধার্য ছিলো আজ৷ মামলায় হাজিরা দিতে আদালতে আসেন সোহেল মোল্লা। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আইনজীবীর সহকারীকে হুমকি দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আদালত শেষে আমি বাইরে কাজে গেলে সোহেল মোল্লাকে কারাগারে নেওয়ার পথে আমার সহকারী ও ছেলে অর্ণব ভৌমিককে দেখে নেওয়ার হুমকি দেয়৷ আমি বিষয়টি কাল আদালতে উপস্থাপন করবো।